প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্দেশিকা, কোভিডের মতন সংক্রামক কিছু হলেই আলাদা বসবে পরীক্ষার্থী

এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্দেশিকা প্রকাশিত হল। কোভিড বিধি মেনে পরীক্ষা হবে স্কুলেই। বলা হয়েছে, প্রতিটি বেঞ্চে দুজন করে পরীক্ষার্থী বসানোর ব্যবস্থা করতে হবে। এছাড়াও কোভিডের মতন সংক্রামক কিছু হলে সেই পরীক্ষার্থীকে আলাদা বসাতে হবে।সংক্রমিতরোগীদের পরীক্ষার খাতাও আলাদা করে রাখতে হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

উল্লেখ্য, এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল থেকে আর শেষ হবে ২০ এপ্রিল। দুপুর ২ টো থেকে বিকেল সওয়া ৫টা পর্যন্ত চলবে পরীক্ষা চলবে।

এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আরও বলা হয়েছে, প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে এবং পরীক্ষাকেন্দ্রের বাইরে ৫০ মিটার অবধি কোনও সন্দেহভাজন ব্যক্তির ঘোরাফেরার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Comments are closed.