পুজোর আগে ভ্যাকসিন নিয়ে জেলাগুলিকে নতুন নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরের

পুজোর আগেই প্রতিটি জেলাকে ভ্যাকসিন নিয়ে কড়া বার্তা রাজ্য স্বাস্থ্য দফতরের। জেলায় জেলায় আগামী ৫ দিনের মধ্যে ৫০ লক্ষ ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করতে হবে। নির্দেশ স্বাস্থ্য দফতরের। প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশে বলা হয়েছে পুজোর আগেই ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ না হলে রাজ্যের বরাদ্দ টাকা কাটছাঁট হতে পারে।

বৃহস্পতিবার হাইকোর্ট জানিয়ে দিয়েছে, ডবল ভ্যাকসিন নেওয়া থাকলে মণ্ডপে ঢুকে অঞ্জলী দেওয়া যাবে, সিঁদুর খেলা যাবে। অন্যদিকে রাজ্য সরকার নয়া গাইডলাইন প্রকাশ করে জানিয়েছে, এ বছরও পুজোয় কার্নিভাল হবে না। মণ্ডপে জলসা করা যাবে না, মণ্ডপের আশেপাশে মেলা করা যাবে না। রাজ্যের গাইডলাইনের পাশাপাশি হাইকোর্টের নির্দেশ ঠিকভাবে মেনে চলার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন মুখ্য সচিব।

রাজ্য স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী রাজ্যের মোট ৬ কোটি ৩ লক্ষ ৭০ হাজার ২০৯ জনকে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। যার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ৩০ লক্ষ ৮৪ হাজার ৯০ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৭২ লক্ষ ৮৬ হাজার ১১৯ জন কে।

Comments are closed.