সরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে এবার থেকে ‘স্বাস্থ্যসাথী’ বাধ্যতামূলক, অ্যাডভাইসরি জারি করল স্বাস্থ্য দফতর

অ্যাডভাইসরি জারি করে সরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর। এই কার্ড না থাকলে হাসপাতাল থেকেই বানিয়ে দেওয়া হবে। একই নিয়ম বলবৎ করা হবে সরকারি হাসপাতালের পিপিপি মডেলের ডায়গনোস্টিক সেন্টারের ক্ষেত্রেও।

নতুন অ্যাডভাইসরি অনুযায়ী, প্যাকেজ বহির্ভূত কোনও টাকা নেওয়া যাবে না। অনেক সময় অভিযোগ ওঠে স্বাস্থ্যসাথী প্রকল্পের ১৯০০ প্যাকেজের বাইরেও টাকা নিচ্ছে বেসরকারি হাসপাতালগুলি। তাই নতুন আদেশ অনুযায়ী অতিরিক্ত কোনও টাকা নিতে পারবে না বেসরকারি হাসপাতাল। স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে ভর্তি থাকা রোগীকে দিতে হবে জেনেরিক ওষুধ বলেও জানানো হয়েছে।

এরআগে সোমবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জি বলেছিলেন, বহু বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না বলে অভিযোগ উঠছে। দ্রুত তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। দরকার হলে আমি তাদের লাইসেন্স বাতিল করব। এর ঠিক ২৪ ঘন্টার মধ্যে অ্যাডভাইসরি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর।

Comments are closed.