নিম্নচাপের দোসর অমাবস্যা, দিঘা সমুদ্রে উল্টে গেল ট্রলার, প্রাণে রক্ষা মৎস্যজীবীদের

অমাবস্যার ভরা কোটালের জের। প্রবল জলোচ্ছ্বাস দিঘার সমুদ্রে। সমুদ্রে উল্টে যায় মৎস্যজীবীদের একটি ট্রলার। কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ট্রলারের মৎস্যজীবীরা। মঙ্গলবার সকালে জলোচ্ছ্বাসে জল গার্ডওয়াল পেরিয়ে রাস্তায় চলে আসে। দিঘা বাজারের মধ্যে ঢুকে পড়ে জল। কিছু গ্রামেও ঢুকে পড়ে জল।

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের ফলে দিঘার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলার একাংশে বৃষ্টি শুরু হয়। সুন্দরবন উপকূলবর্তী সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি, গোসাবাতে মঙ্গলবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। অমাবস্যার কোটালের জেরে কাকদ্বীপের কিছু অংশে জল ঢুকে পড়েছে। মুড়িগঙ্গা নদীর জল বেড়ে বেশ কিছু এলাকা প্লাবিত। প্রশাসনের তরফে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। জল পুলিশ, নুলিয়াদের প্রস্তুত রাখা হয়েছে। ওয়াচ টাওয়ারের মাধ্যমেও চলছে নজরদারি।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের মধ্যবর্তী স্থানে রয়েছে এই নিম্নচাপ। তাই মঙ্গলবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি। একদিকে নিম্নচাপ অন্যদিকে অমাবস্যার ভরা কোটালে জেরে প্রবল জলচ্ছ্বাস দিঘা উপকূলে।

Comments are closed.