এবার দীপাবলির শপিং হবে জমজমাট। দীপাবলির কেনাকাটা সারতে চলে আসুন ভ্যাঘরীতে (VYaghri) আর নিয়ে যান নানা রকমের ডিজাইনার পোশাক। দীপাবলি উপলক্ষে কলকাতায় খুলতে চলেছে ভ্যাঘরীর প্রথম শোরুম। কাঁকুরগাছি ও ক্যামাক স্ট্রিটে খুলতে চলেছে তাদের নতুন দুটি শোরুম। যেখানে আপনি বেছে নিতে পারবেন আপনার মনের মতন ডিজাইনার পোশাক। ডিজাইনার কুর্তি থেকে সালোয়ার সেট, সুট, ইন্দো-ওয়েস্টার্ন পোশাকের নানা কালেকশান রয়েছে এখানে।
ভ্যাঘরী (VYaghri) একটি এথনিক পোশাকের ব্র্যান্ড যারা সব রকমের এথনিক পোশাক, কুর্তি, সালোয়ার, সুট সেট, বটম ওয়্যার ও ইন্দো-ওয়েস্টার্ন ড্রেস বিক্রি করে। তাদের একটি অনলাইন ওয়েবসাইটও রয়েছে, যেখান থেকে বাড়ি বসেই কিনে নিতে পারেন আপনার পছন্দের পোশাকটি। এমনকি দীপাবলীর উপলক্ষে রয়েছে আকর্ষণীয় ছাড়ও। www.vyaghri.com এ আপনার জন্য রয়েছে ৫০% পর্যন্ত ছাড়। আগামী ৪ঠা নভেম্বর এবং ৫ই নভেম্বর যথাক্রমে কাকুরগাছি ও ক্যামাক স্ট্রিটে হতে চলেছে তাদের শোরুমের গ্র্যান্ড ওপেনিং। বিকেল ৪টে থেকে শুরু হবে শোরুমের ওপেনিং। জেনে নিন তাদের নতুন শোরুমের ঠিকানা।
কাঁকুরগাছি ঠিকানা:
পি -১৮, গ্রাউন্ড ফ্লোর, সিআইটি রোড, স্কিম VI ম-এম, কাঁকুরগাছি, কলকাতা -৭০০০৫৪। অর্কিড নার্সিংয়ের নিকটে।
ক্যামাক স্ট্রিটের ঠিকানা:
৮ ক্যামাক স্ট্রিট, নিচতলা, শপ নং ১, শান্তিনিকেতনের বিল্ডিং, কলকাতা -৭০০০১৭
ওপেনিং ডে তে গ্রাহকদের জন্য থাকবে বিশেষ ছাড়। অবশ্যই এই করোনা আবহে সমস্ত কোভিড-১৯ প্রোটোকল মেনেই খোলা হচ্ছে দোকান দুটি। গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখেই সমস্ত ব্যবস্থা নিয়েছে ইয়াঘ্রি। তাই দীপাবলি উপলক্ষে জমজমাট শপিংয়ে মেতে উঠুন ভ্যাঘরীর (VYaghri) সাথে।
Comments are closed.