এবারো কপাল খারাপ ‘গাঁটছড়া’র! TRP তালিকায় ফের কামাল করলো জি বাংলার ‘মিঠাই’, এগিয়ে এল ‘গৌরী এলো’, রইল সিরিয়ালের গোটা টিআরপি লিস্ট, মনফাগুনকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দর্শকদের মধ্যে আলাদা একটু উত্তেজনা থাকে। কারণে সপ্তাহের এই দিন জানা যায় কোন ধারাবাহিক TRP তালিকায় কত নম্বর স্থানে রয়েছে। আর জি বাংলা এবং স্টার জলসার মধ্যে তো বরাবরই রেষারেষি চলতেই থাকে কোন চ্যানেলের বেশি সংখ্যক ধারাবাহিক TRP তালিকায় জায়গা করে নেবে সেই প্রতিযোগিতা চলছে।

স্টার জলসার গাঁটছড়া ও জি বাংলার মিঠাই ধারাবাহিকের মধ্যে সবসময় প্রতিযোগিতা চলছে। মিঠাই ধারাবাহিক শুরু হওয়ার পর টানা ৪৭ সপ্তাহ TRP তালিকায় প্রথম স্থান দখল করে ছিল। কিন্তু গাঁটছড়া ধারাবাহিক শুরু হওয়ার পর থেকে ১৪ সপ্তাহের জন্য প্রথম স্থান হারিয়েছিল এই ধারাবাহিক। কিন্তু বর্তমানে আবারও পুরনো স্থান ছিনিয়ে নিয়েছে মিঠাই। আর চলতি সপ্তাহতেও মিঠাই ভক্তদের জন্য রয়েছে সুখবর। এই সপ্তাহে ৮.৬ রেটিং পয়েন্ট নিয়ে মিঠাই আবারও প্রথম। নিজের দ্বিতীয় স্থান ধরে রেখেছে স্টার জলসার ধারাবাহিক গাঁটছড়া। রেটিং পয়েন্ট ৮.৪। আর এবারে শুধু গাঁটছড়া একা নয় দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলা ধারাবাহিক গৌরী এলো।

এক নজরে দেখে নিন সেরা ১০-এর তালিকা- 

মিঠাই- ৮.৬ (প্রথম)

গাঁটছড়া- ৮.৪ (দ্বিতীয়)

গৌরী এলো- ৮.৪ (দ্বিতীয়)

অনুরাগের ছোঁয়া- ৭.৯ (তৃতীয়)

উমা- ৭.৬ (চতুর্থ)

আলতা ফড়িং- ৭.৫ (পঞ্চম)

ধুলোকণা ৭.৪ (ষষ্ঠ)

পিলু- ৭.২ (সপ্তম)

লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.০ (অষ্টম)

আয় তবে সহচরী ৬.৭ (নবম)

মন ফাগুন ৬.৬ (দশম)

Comments are closed.