দলের সর্ব ভারতীয় মুখপাত্রর গ্রেফতারি নিয়ে আগেই কড়া প্রতিক্রিয়া দিয়েছিল তৃণমূল। এবার গুজরাত পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল সাংসদরা। সোমবার তৃণমূলের ছয় জন সাংসদ জাতীয় নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিল। সেখানে বেশ কিছু বিষয় নিয়ে কমিশনকে তাঁরা অভিযোগ জানিয়েছে বলে খবর।
এদিনের প্রতিনিধি দলে ছিলেন সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি, সুখেন্দু শেখর রায়, ডেরেক ও’ব্রায়েন, প্রতিমা মণ্ডল, মৌসম বেওনজির নূর। একই অভিযোগে কেন সাকেত গোখলেকে দু’বার গ্রেফতার করা হল? তৃণমূল প্রতিনিধি দলের তরফে নির্বাচন কমিশনের কাছে এমন জানতে চাওয়া হয়েছে বলে খবর। এছাড়াও যেহেতু গুজরাতের ভোট চলছিল। পুলিশ ছিল নির্বাচন কমিশনের অধীনে। গুজরাত পুলিশ কীভাবে এমন পদক্ষেপ করল কল্যাণ ব্যানার্জি, সৌগত রায়রা তাও জানতে চায় কমিশনের কাছে।
জানা গিয়েছে, সাকেতের গ্রেফতারি নিয়ে গুজরাত পুলিশের কাছে রিপোর্ট চাইবে কমিশন। তৃণমূলের প্রতিনধি দলকে তেমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, মোরবি সেতু বিপর্যয় নিয়ে ট্যুইট করার জেরে ৫ ডিসেম্বর সাকেত গোখলেকে আহমেদাবাদ পুলিশ গ্রেফতার করে। ওই মামলায় জামিন পাওয়ার পর ফের একবার তাঁকে গ্রেফতার করে মোরবি থানার পুলিশ। যা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল।
Comments are closed.