রিগিং-এর অজুহাত দেব না, মানুষের রায় মাথা পেতে নিতে হবে; অগ্নিমিত্রা 

বালিগঞ্জ তৃণমূলের শক্ত ঘাঁটি। রাজনৈতিক মহলের একাংশের মতে বালিগঞ্জের ফলাফল একপ্রকার নির্ধারিত ছিল। কিন্তু জোড়া উপনির্বাচনে নজরে ছিল আসানসোল। পর পর দুবার সেখান থেকে জয়ী হয়েছে বিজেপি। কিন্তু উপনির্বাচনে দেখা গেল কার্যত রেকর্ড ভোটে এগিয়ে রয়েছেন শত্রুঘ্ন সিনহা। আর বিজেপির ফল নিয়ে প্রার্থী অগ্নিমিত্রা পাল সাফ বললেন, রিগিং এর অজুহাত দেব না, মানুষের রায় মাথা পেতে নিতে হবে। ফল ঘোষণা শেষ হওয়ার আগেই বিজেপি প্রার্থীর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা। 

এদিন গণনা কেন্দ্র ছাড়ার সময় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, আসানসোল কেন্দ্রীয় বাহিনী দুর্দান্ত কাজ করেছে। রিগিং-এর অজুহাত দেব না। মানুষের রায় মাথা পেতে নিতে হবে। তাঁর আরও সংযোজন, আসানসোল নিয়ে আমরা আশায় ছিলাম, মানুষের সমর্থন ছিল আমাদের দিকে। কিন্তু এরকম ফল আশা করিনি। সেই সঙ্গে তাঁর তাৎপর্যপূর্ণ উক্তি, নিজেদের আত্ম সমীক্ষার সময় এসেছে। আর দু’বছর পর ২৪ লোকসভা নির্বাচন। তার আগে এই ফলাফল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। 

উল্লেখ্য তৃণমূলের প্রতীকে প্রথমবার ভোটে লড়ে রেকর্ড ব্যবধানে এগিয়ে আসানসোলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আড়াই লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন শত্রুঘ্ন। কুলটি বাদে আসানসোলের সবকটি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে তৃণমূল। জয় প্রসঙ্গে শত্রুঘ্ন বলেন, এই জয় মমতা ব্যানার্জির, তৃণমূল নেতৃত্বের এবং অবশ্যই আসানসোল বাসীর। 

Comments are closed.