বিধাননগরে দলে ফিরে আসা সব্যসাচী দত্ত, শিলিগুড়িতে গৌতম দেব, চারটি পুরনিগমের প্রার্থী ঘোষণা তৃণমূলের

২২ জানুয়ারি শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগরে পুরনির্বাচন। এই পুরসভার ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে কালীঘাটে বৈঠকের পর জানা গেল বিধাননগরে দল ছেড়ে ফিরে আসা প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত এবং বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী, দুজনকেই প্রার্থী করা হয়েছে।

বিজেপিতে যোগ দেওয়ার পরে বিধানসভা নির্বাচনে বিধাননগর কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে লড়াইয়ে নেমেছিলেন সব্যসাচী দত্ত। কিন্তু তৃণমূলের সুজিত বসুর কাছে হেরে গিয়েছিলেন তিনি। তার পর থেকেই তৃণমূলে ফিরতে আগ্রহী ছিলেন তিনি। বিধাননগরের বিদায়ী ডেপুটি মেয়র এবং তৃণমূল বিধায়ক তাপস চ্যাটার্জিকে প্রার্থী করা হয়নি। তবে তাপসের মেয়ে আরাত্রিকা ভট্টাচার্যকে টিকিট দেওয়া হয়েছে। আসানসোল ও চন্দননগরের তালিকায় নেই বড় চমক।

বৈঠকে ঠিক হয়, শিলিগুড়িতে গৌতম দেবকেই প্রার্থী করা হবে। বিধানসভা ভোটে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে বিজেপির শিখা চ্যাটার্জির কাছে হেরেছিলেন তিনি। অন্যদিকে এ বার শিলিগুড়ি পুরসভায় প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যকে ফের প্রার্থী করেছে সিপিএম। বিজেপি প্রার্থী করেছে শিলিগুড়ির বিধায়ক এবং একদা অশোক ভট্টাচার্য অনুগামী শঙ্কর ঘোষকে।

উল্লেখ্য, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর পুরনিগমের প্রার্থী তালিকা নিয়ে বৃহস্পতিবার কালীঘাটের বৈঠকে হাজির ছিলেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়াও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসেরা। অসুস্থ থাকায় বৈঠকে ছিলেন না তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি।

Comments are closed.