আগে জানতাম প্রধানমন্ত্রী কলকাতা আর শিলিগুড়ি, এই দুটো জায়গায় সভা করেন। এখন দেখছি গলিতে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন নরেন্দ্র মোদী। এরকম কোনোদিন দেখিনি। একুশের ভোট নিয়ে নিজের মত জানালেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী সুব্রত মুখার্জি। বললেন বাংলায় মমতার সরকার তৈরি হয়ে গেছে।
তিনি ছিলেন কংগ্রেস সরকারের তরুণ মুখ। তারপর ৩৪ বছরের বাম শাসন। ২০১১ থেকে তিনি পরিবর্তনের সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী। তিনি সুব্রত মুখার্জি। সকালে গড়িয়াহাটের বাড়ি থেকে বেরিয়ে একটি মন্দিরে পূজো দেন বর্ষীয়ান প্রার্থী। তারপর গিয়ে বসেন পার্টি অফিসে।
সেখানেই মিডিয়ার সঙ্গে কথা বললেন সুব্রত মুখার্জি। বললেন, অন্য কেন্দ্রীয় সরকার থাকলে হয় একসঙ্গে ভোট করত বা অন্য সময় ভোট করত। করোনা মাথায় নিয়ে এই ভোটের ভাবনার কড়া সমালোচনা করেন সুব্রত মুখার্জি। জানান, বালিগঞ্জে ভোটের সময় ঝামেলা হয় না।
সাংবাদিকদের সঙ্গে কথা বলে বালিগঞ্জের প্রার্থী বেরোন বুথ পরিদর্শনে।
Comments are closed.