কেন্দ্রীয় বাহিনী ছাড়াও বুথগুলিতে থাকবে পুলিশ, নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূলের

প্রতিটি বুথে কমপক্ষে একজন করে রাজ্য পুলিশ রাখতে হবে।

ভোট চলাকালীন প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও থাকবে রাজ্য পুলিশ। শুক্রবার এমনটাই দাবি জানিয়ে নির্বাচন কমিশনারের দ্বারস্থ হল তৃণমূলের প্রতিনিধি দল। চিঠিতে জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী হিন্দিভাষী। তাদের ভাষা নিয়ে সমস্যা রয়েছে। তাই প্রতিটি বুথে কমপক্ষে একজন করে রাজ্য পুলিশ রাখতে হবে। কিন্তু বিরোধী পক্ষ তা মানতে নারাজ।

একুশের নির্বাচন অন্যান্যবারের থেকে একদমই আলাদা। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রতিটি বুথের ১০০ মিটারের মধ্যে থাকতে পারবে না রাজ্য পুলিশ। তাই ভোটের দিনক্ষণ ঘোষণা করার আগেই দফায় দফায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। শুক্রবার তৃণমূলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে জানতে চায়, প্রতিটি বুথে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে? তবে ভোট পরিচালনার সমস্যা হতে পারে। সৌগত রায়ের দাবি, কেন্দ্রীয় বাহিনীর ভাষা অনেকেই বুঝতে পারবে‌না। শান্তিপূর্ণ ভোটের কথা বলে জোয়ানরা আশ্বস্ত করলেও, তাদের ভাষা বুঝতে পারবে না অনেকেই। তাই ভয় মুক্ত পরিবেশ তৈরি করতে, বুথে বুথে রাজ্য পুলিশ রাখার দাবি জানিয়েছেন তিনি।

এদিন তৃণমূলের হয়ে প্রতিনিধি দলে গিয়েছিলেন সৌগত রায়, নাজিমুল হক, প্রতিমা মন্ডল, মহুয়া মৈত্র এবং যশবন্ত সিনহা।

Comments are closed.