মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্ৰকাশ ত্রিপুরা বিধানসভার প্রাক্তন স্পিকার জিতেন সরকারের

এবার তৃণমূলে যোগ দিতে পারেন ত্রিপুরা বিধানসভার প্রাক্তন স্পিকার জিতেন সরকার। ত্রিপুরায় বাম সরকারের আমলে জিতেন সরকার দুবার স্পিকার হয়েছিলেন।

সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটি চিঠি লিখেছেন তিনি। সেই চিঠিতে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্ৰকাশ করেছেন জিতেন সরকার। ত্রিপুরার বাম জমানার ছয়বারের বিধায়ক জিতেন সরকার। ২০১৭ সালে তিনি যোগ দেন বিজেপিটে। কিন্তু এখন বিজেপির সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে ঠেকেছে। তাই তিনি তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।

ত্রিপুরার আদিবাসীদের মধ্যে জিতেন সরকার বেশ জনপ্রিয়। তাই তাঁকে দলে নিলে ত্রিপুরার আদিবাসীদের মধ্যে তৃণমূল প্রভাব বিস্তার করতে পারবে বলে মনে করছে ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব।

অন্যদিকে তাঁর তৃণমূলে যোগ দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন ত্রিপুরার প্রদেশ তৃণমূল সভাপতি আশিসলাল সিংহ। তিনি জানিয়েছেন, জিতেন সরকার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে ত্রিপুরা তৃণমূলের সঙ্গে আলোচনা চূড়ান্ত করেছেন।

ত্রিপুরার বামপন্থী নেতা শ্যামল রায়ের তৃণমূলে যোগ দেওয়ার কথা চলছিল। কিন্তু মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

কয়েকদিন আহে ব্রাত্য বসু জানিয়েছিলেন, ত্রিপুরার বামপন্থীরা বুঝে গেছে, বিজেপিকে আটকানোর একমাত্র উপায় হল তৃণমূল। তিনি জানিয়ে দিয়ে ছিলেন বামেদের সঙ্গে জোট হবে না সেখানে। তবে তাঁদের মধ্যে কেউ যদি তৃণমূলে আসতে চায়, সাদরে গ্রহণ করা হবে।

Comments are closed.