তৃণমূলে যোগ দিলেন আসানসোলের সমাজকর্মী চন্দ্রশেখর কুণ্ডু। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে যুক্ত চন্দ্রশেখর কুণ্ডু দীর্ঘদিন ধরে পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন এলাকায় সমাজসেবামূলক কাজ করছেন। গরিব, অসহায় বাচ্চাদের জন্য স্কুল থেকে শুরু করে, তাদের খাওয়াদাওয়ার ব্যবস্থা সহ একাধিক কাজের সঙ্গে যুক্ত তিনি। এছাড়া তিনি যৌন কর্মীদের নিয়েও কাজ করেন।
শুক্রবার কলকাতায় তৃণমূল ভবনে চন্দ্রশেখর কুণ্ডুর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি।
এর পাশাপাশি বাঁকুড়ার কংগ্রেস নেতা অরুণ পাঠকের নেতৃত্বে প্রায় ৫৫০ জন কংগ্রেস কর্মী এদিন তৃণমূলে যোগ দিলেন। বাঁকুড়ার তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা এবং চেয়ারম্যান শুভাশিস বটব্যালের উপস্থিতিতে কংগ্রেস নেতা কর্মীরা তৃণমূলে যোগ দেন।
তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে, চন্দ্রশেখর কুণ্ডু এবং অরুণ পাঠকের যোগদানে ওই সমস্ত এলাকায় দল অনেক শক্তিশালী হবে।
Comments are closed.