WB Election 2021: রুদ্রনীলের অভিযোগে বিদ্ধ তৃণমূল থেকে পুলিশ, ভবানীপুরে ভোট মিটল শান্তিতেই

সাংবাদিকদের তিনি জানান, কয়েকজন প্রিসাইডিং অফিসার তৃণমূলের অঙ্গুলি হেলনে কাজ করছেন

একুশের ভোটের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে সপ্তম দফায় ভোট ছিল সোমবার। সকালেই বুথ পরিদর্শনে বেরিয়ে তৃণমূলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ।

সাংবাদিকদের তিনি জানান, কয়েকজন প্রিসাইডিং অফিসার তৃণমূলের অঙ্গুলি হেলনে কাজ করছেন। তাঁর অভিযোগ, অফিসাররা সাধারণ ভোটারদের কাছে এমন কিছু কাগজপত্র দেখতে চাইছেন যা নির্বাচন বিধির মধ্যে পড়ে না। অভিনেতার দাবি, চেতলার কিছু পুলিশ অফিসারকে তৃণমূল পদোন্নতির টোপ দিয়ে কাজ করাচ্ছে।

বুথের বাইরে দাঁড়িয়ে রুদ্রনীলের চাঞ্চল্যকর অভিযোগ, তৃণমূলের গুন্ডাবাহিনী গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, সাধারণ মানুষ যাতে সন্ত্রস্ত হয়ে ভোট দিতে না পারে তৃণমূল তার পরিকল্পনা করছে। বিজেপি প্রার্থীর অভিযোগ, ভবানীপুরের একটা বড় সংখ্যক মানুষ বিজেপির পক্ষে ভোট দিতে চাইছেন, সেই ভোট বানচাল করার চেষ্টা হচ্ছে।

ঘাসফুল শিবিরের অভিযোগ বিজেপি সমর্থকরা রাতভর ভবানীপুরে তৃণমূলের কর্মীদের হুমকি দিয়েছে। জবাবে রুদ্রনীল, পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে তীব্র কটাক্ষ করে বলেন, আমরা কেউ ববি হাকিম ইন্সিটিটিউট অব ক্রিমিনাল সাইন্সের ছাত্র নই যে গুন্ডামি করবো। তৃণমূলকে তাঁর টিপ্পনি, দলটাতে এখন শুধু গুন্ডারাই থাকে।

এদিন বেলার দিকে চেতলায় একদল তৃণমূল কর্মী বিজেপি প্রার্থীকে ঘিরে খেলা হবে, জয় বাংলা স্লোগান দেন।

Comments are closed.