২০২৪ লোকসভা ভোট। একুশের বিধানসভা ভোটে বিজেপিকে পড়াস্থ করার পর জাতীয় রাজনীতিতে মোদী বিরোধী অন্যতম মুখ হিসেবে উঠে এসেছেন মমতা ব্যানার্জি। আর এই বিজেপি বিরোধিতায় নিজেদের অবস্থান আরও জোড়ালো করতে জাতীয় রাজনীতিতে পা বাড়িয়েছে তৃণমূল। বিধানসভা ভোটের পর একাধিক রাজ্যে সংগঠন বিস্তারে উদ্যোগ নিয়েছে ঘাসফুল শিবির। এবার সেই লক্ষ্যেই একুশের জুলাইয়ের মতো বাংলা ছাড়াও আরও ৬ টি জেলায় দলের প্রতিষ্ঠা দিবস পালন করবে তৃণমূল।
তৃণমূল সূত্রে খবর, ত্রিপুরা, গোয়া, মেঘালয়, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং গুজরাটেও পালিত হবে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। যদিও করোনা আবহে ভার্চুয়ালি উদযাপন হবে বলে জানা গিয়েছে।
একুশের ভোট মিটতেই ত্রিপুরায় পা রেখেছে তৃণমূল। একাধিকবার ত্রিপুরা সফর করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। পাশাপাশি গোয়াতেও সংগঠন বাড়ানোর কাজে হাত দিয়েছেন তাঁরা। গোয়া সফর করেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সম্প্রতি গোয়া গিয়েছিলেন অভিষেক ব্যানার্জিও। এদিকে মেঘালয়ে কংগ্রেস ছেড়ে ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় সে রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে ঘাসফুল শিবির। পাশাপাশি হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকেও বেশ কয়েকজন রাজনীতিক তৃণমূলে যোগ দিয়েছেন। সব মিলিয়ে এই আবহে বাংলার বাইরে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন জাতীয় রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।
Comments are closed.