জানুয়ারিতেই উধাও মাঘের শীত

কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে। কিন্তু জানুয়ারিতেই উধাও মাঘের শীত। ক্রমশ উর্দ্ধমুখী তাপমাত্রার পারদ। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি।

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছিল, নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন ও সরস্বতী পুজোয় তাপ মাত্রা পারদ চড়বে। সেইমত সোমবার শহরের তাপমাত্রা উর্দ্ধমুখী। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের ওপর। এর জেরেই বাংলায় বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া।

তাপমাত্রা বেড়েছে বিভিন্ন জেলাগুলিতেও।

আসানসোলে তাপমাত্রা – ১৩.১ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমান- ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।
বহরমপুর- ১৪ ডিগ্রি সেলসিয়াস।
বাঁকুড়া- ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।
হাওড়া- ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
দিঘা- ১৭ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুর- ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস।
মালদা- ১৫ ডিগ্রি সেলসিয়াস।
ডায়মন্ডহারবার- ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা বেড়েছে উত্তরের জেলাগুলিতে। কোচবিহার- ৯.১ ডিগ্রি সেলসিয়াস।
দার্জিলিং – ৩ ডিগ্রি সেলসিয়াস।
জলপাইগুড়ি- ৯.২ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পং – ৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

Comments are closed.