জ্যৈষ্ঠের গরমে পুড়ছে বাংলা, কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা; বৃষ্টি কবে?

তীব্র গরমে নাজেহাল গোটা দক্ষিণবঙ্গ। কয়েকটি জেলায় তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি। এর মধ্যেই আবার তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের দু’একটা জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

জানা গিয়েছে, পশ্চিমের কয়েকটি জেলায় আগামী তিন দিন লু বইবে। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে শুক্রবার লু বইতে পারে। তবে সেই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদনীপুরে এদিন বিকেলের দিকে ঝড় বৃষ্টি হতে পারে। যদিও ঝড় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের বাকি জেলায় আদ্রতাজনিত অস্বস্তি চূড়ান্তে উঠবে। এই অবস্থায় রাজ্যবাসীর একটাই প্রশ্ন, এই অস্বস্তি থেকে মুক্তি কবে? 

আবহাওয়া দফতর জানিয়েছে, শনি ও রবিবারও বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে। অর্থাৎ গরমের হাত থেকে এক্ষুণি মুক্তি নেই। তবে সোমবার থেকে রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। 

Comments are closed.