দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। গত দুদিন ধরে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। রবিবার সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়। এরপর সোমবারও কলকাতার আকাশের মুখ ভাড়। রোদের দেখা সেইভাবে নেই। মাঝে মাঝেই হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার দক্ষিণবঙ্গে কলকাতা সহ একাধিক জেলায় বজ্রপাতের সম্ভাবনা আছে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আগামী চার থেকে পাঁচদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। এই সপ্তাহে আরও বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে। তাপমাত্রা কমে যাবে কয়েক ডিগ্রি। আর্দ্রতাজনিত সমস্যাও কিছুটা কমবে।
কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে বিগত কয়েকদিন ধরে চলছে প্রবল বর্ষণ। বৃষ্টির জেরে ধস নেমেছে উত্তরবঙ্গের দুই জেলায়। দার্জিলিং ও কালিম্পঙে ধস নেমেছে। আটকে পড়েছেন বহু পর্যটকও। জাতীয় সড়কে ধসের জেরে যানজট তৈরি হয়েছে। প্রতিটা নদীতেই জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কাও তৈরি হচ্ছে। ২১ জুন থেকে কিছুটা হলেও বৃষ্টি কমবে।
Comments are closed.