সবচেয়ে কাছের মানুষকে হারালেন ‘দিদি নম্বর ওয়ান’ এর রচনা বন্দ্যোপাধ্যায়! শোকের ছায়া অভিনেত্রীর পরিবারে, শোকে ভেঙে পড়েছেন অভিনেত্রী রচনা

‘দিদি নম্বর ওয়ান’ জি বাংলার অন্যতম জনপ্রিয় গেম রিয়্যালিটি শো। ‘দিদি নম্বর ওয়ান’ রচনা ব্যানার্জিকে ছাড়া এবং রচনা ব্যানার্জি ‘দিদি নম্বর ওয়ান’কে ছাড়া অসম্পূর্ণ। অভিনয় জগৎ থেকে বহু বছর হল দূরে রয়েছেন অভিনেত্রী। তবে বেশ অনেক বছর হল তিনি জি বাংলায় ‘দিদি নম্বর ওয়ান’এ সঞ্চালিকা হিসেবে কাজ করছেন। তার জন্যই এই শোয়ের এত জনপ্রিয়তা সেই নিয়ে কোনো সন্দেহই নেই। সোমবার পিতৃবিয়োগ হয়েছে টলিউডের এই প্রথম সারির অভিনেত্রীর।

দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা রচনা ব্যানার্জি সদ্য সদ্য পিতৃহারা হয়েছেন। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ পরলোক গমন অভিনেত্রীর বাবা। স্বাভাবিকভাবেই অভিনেত্রী সহ তার পরিবারের সকল সদস্যরা ভেঙে পড়েছেন।

জানা গিয়েছে, অভিনেত্রীর বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগেই ভুগছিলেন। আজ, সোমবার সকাল বেলাতেই নিজের বাসভবনে মৃত্যু ঘটেছে তার। অন্য কোন রোগ সম্ভবত ছিল না অভিনেত্রীর বাবার।

পুরোপুরি বার্ধক্য জনিত রোগের কারণেই মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় আকস্মিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। এখনো অভিনেত্রীর মা জীবিত। তার পাশাপাশি তিনিও খুব স্বাভাবিকভাবেই শোকে ভেঙে পড়েছেন।

Comments are closed.