রাজ্যে হচ্ছে ১১টি নতুন নার্সিং কলেজ, জানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা 

বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়ে ছিলেন দেশে ১৫৭টি মেডিক্যাল কলেজে নতুন করে নার্সিং কলেজও তৈরি করা হবে। ঘোষণা অনুযায়ী, জানা গিয়েছে ১৫৭ টি নার্সিং কলেজের মধ্যে পশ্চিমবঙ্গে হবে ১১টি নতুন নার্সিং কলেজ। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাস হয়েছে।

জানা গিয়েছে, ১১টি নার্সিং কলেজের জন্য ১১টি জেলা বাছা হয়েছে। জায়গাগুলো হল, উলুবেড়িয়া, বারাসাত, ডায়মন্ড হারবার, আরামবাগ, বীরভূম, রামপুরহাট, ঝাড়গ্রাম, কোচবিহার, রায়গঞ্জ, পুরুলিয়া, তমলুক, জলপাইগুড়ি। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রতিটি নার্সিং কলেজের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ ১৫৭টি কলেজের জন্য মোট ১৫৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং রাজ্যের প্রতিটি কলেজে ১০০ জন করে ছাত্রী নার্সিং ট্রেনিং-এর সুযোগ পাবেন।

পেশার দিক থেকে বর্তমানে নার্সিং পড়ুয়াদের মধ্যে ভীষণ জনপ্রিয়। যদিও দেশে যে সংখ্যায় নার্স প্রয়োজন তা নেই। তার ওপরে নার্সিং পড়ার জন্য সরকারি কলেজের সংখ্যাও অনেক কম। আর বেসরকারি প্রতিষ্ঠান থেকে নার্সিং পড়া অনেকটাই ব্যয়বহুল। এইসব কারণেই কেন্দ্রের এই সিদ্ধান্তে নার্সিং পড়তে চান এরকম অনেক ছাত্রীই লাভবান হবেন বলে অনেকের দাবি।

Comments are closed.