ঘৃণা ছড়ানোর মন্তব্য দেশের ৫৮ জন সাংসদ, বিধায়কের বিরুদ্ধে, এডিআরের রিপোর্টে প্রকাশ।

দেশের ৫৮ জন সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর মন্তব্য করার অভিযোগ উঠল। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচ (নিউ) যৌথ সমীক্ষায় এই তথ্য জানিয়েছে। ওই দুটি সংস্থা তাদের যৌথ সমীক্ষাতে আরও জানিয়েছে, বিগত নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন পত্র পেশ করার সময় যে হলফনামা দাখিল করেছিলেন তা থেকেই এই তথ্য সামনে এসেছে।
এই সমীক্ষার ফলাফল প্রকাশ করে এডিআর এবং নিউ জানিয়েছে, ৫৮ জন সাংসদ এবং বিধায়কের এই ঘৃ্ণা ছড়ানোর মন্তব্য যেমন সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াবে তেমনই দেশের আমজনতার কাছে বিরূপ বার্তা দেবে। তাই যাঁরা জনপ্রতিনিধি তাঁদের ভাষা ব্যবহারেও অনেক বেশি দায়িত্বশীল হওয়া
উচিত বলে সমীক্ষায় মত প্রকাশ করা হয়েছে। ওই সমীক্ষা রিপোর্টে দাবি, উত্তরপ্রদেশে এই ধরনের প্রবনতা সবচেয়ে বেশি। ওই যৌথ সমীক্ষার রিপোর্টে তালিকার শীর্ষে রয়েছেন উত্তরপ্রদেশের নয়জন, বিহারের চারজন এবং মহারাষ্ট্রের চারজন জনপ্রতিনিধি । বাংলার দুজন জনপ্রতিনিধির বিরুদ্ধে রয়েছে এই অভিযোগ।

Leave A Reply

Your email address will not be published.