সাগরদিঘি কেন্দ্রে উপনির্বাচনের জেরে অঙ্গনওয়াড়ি নিয়োগের পরীক্ষা পিছিয়ে গেল

সাগরদিঘি কেন্দ্রে উপ নির্বাচনের জেরে অঙ্গনওয়াড়ির নিয়োগে লিখিত পরীক্ষা স্থগিত হয়ে গেল। ২৯ জানুয়ারি মুর্শিদাবাদে অঙ্গনওয়াড়ির সুপার ভাইজার ও কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা ছিল। কিন্তু প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়, পরবর্তী বিজ্ঞাপণ না দেওয়া পর্যন্ত এই পরীক্ষা স্থগিত থাকবে।

সাগরদীঘি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন ২৭ ফেব্রুয়ারি। ভোট হওয়ার জন্য ইতিমধ্যেই ওই দিন বাতিল হয়েছে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। ১ মার্চ হবে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। উল্লেখ্য, সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত সাহা ২৯ ডিসেম্বর হৃৎরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। সেকারণে ওই কেন্দ্রে উপ নির্বাচন হচ্ছে আগামী ২৭ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণের পর ২ মার্চ ফল ঘোষণা করা হবে।

পাশাপশি নির্বাচন কমিশন জানিয়েছে, সাগরদীঘির পাশাপাশি ওই দিন মেঘালয় ও নাগাল্যান্ডেও ভোটগ্রহণ হবে।

Comments are closed.