বেসরকারি ক্যাবের দৌরাত্ম! সরকারি উদ্যোগে এবার অ্যাপ ক্যাব পরিষেবা চালু করছে রাজ্য 

সরকারি উদ্যোগে এবার অ্যাপ ক্যাব পরিষেবা চালুর পথে রাজ্য সরকার। জানা গিয়েছে, ইতিমধ্যেই ক্যাব পরিষেবা চালু নিয়ে একগুচ্ছ পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ওলা-উবেরের মতো বেসরকারি অ্যাপ ক্যাবের তুলনায় অনেকটাই কম খরচে সরকারি ক্যাবের পরিষেবা মিলবে বলে দাবি করা হয়েছে। 

নবান্নের তরফে জানা গিয়েছে, রাজ্যের তথ্য প্রযুক্তি দফতর, পরিবহন দফতর এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে এই অ্যাপ ক্যাব পরিষেবা কার্যকর হতে চলেছে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে শুধু কলকাতাতেই এই পরিষেবা মিলবে। এরপর ধীরে ধীরে রাজ্যের অন্যান্য জেলাতেও পরিষেবা শুরু করা হবে বলে পরিবহন দফতর জানিয়েছে। 

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অ্যাপ ক্যাব নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছিল। অতিরিক্ত ভাড়া বৃদ্ধি, বুকিং ক্যানসেল, সময় মতো না আসা আরও একাধিক। রাত বাড়লে, বৃষ্টি হলে বা শহরের মধ্যে প্রান্তিক কোনও জায়গার জন্য বুকিং করলে দ্বিগুন ভাড়া বৃদ্ধির মতো অভিযোগও উঠে এসেছে। এই অবস্থায় সরকারি উদ্যোগে ক্যাব পরিষেবা চালু হলে তা নিঃসন্দেহে শহরবাসীর জন্য খুশির খবর হবে বলাই যায়।  

Comments are closed.