রাজ্যের দেওয়া টাকায় কেনা স্মার্ট ফোনে অনলাইনে ক্লাস, হাজারো প্রতিকূলতা পেরিয়ে উচ্চ মাধ্যমিকে চতুর্থ অর্পিতা 

লড়াইয়ের আরেক নামই যেন বাঁকুড়ার অর্পিতা মণ্ডল। হাজারো প্রতিকূলতার মধ্যেও কলা বিভাগে পড়াশোনা করেও চতুর্থ হয়েছে সে। বাঁকুড়ার পাথরমোড়া হাই স্কুলের ছাত্রী অর্পিতা মণ্ডল। তার সাফল্যে পরিবারের পাশপাশি খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও।

তীব্র আর্থিক অনটনের মধ্যে ছোট বেলা থেকে পড়াশোনা করতে হয়েছে। কোনও রকমে পড়াশোনার খরচ জোগাচ্ছিল পরিবার। কিন্তু এর মধ্যেই করোনার দাপটে দীর্ঘদিন স্কুল বন্ধ হয়। শুরু হয় অনলাইনে পড়াশোনা। কিন্তু স্মার্ট ফোন কেনার সামর্থ্য ছিল না অর্পিতার পরিবারের। মাঝ পথেই বন্ধ হতে বসেছিল তার পড়াশোনা। সেই সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, অনলাইনে পড়াশোনার জন্য রাজ্যের তরফে পড়ুয়াদের ফোন অথবা ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়া হবে। সেই টাকা পায় অর্পিতাও। আর তাতেই পড়াশোনা চালিয়ে যেতে পেরেছে বলে জানায় অর্পিতা। এর জন্য সে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছে। 

ফোন থাকলেও অনেক সময় নেট পাওয়া যেত না। টাওয়ারের সমস্যা, নেট রিচার্জের টাকার অভাবে মাঝেই মাঝেই ক্লাস করতে পারত না অর্পিতা। এত কিছুর মধ্যেও দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছে। কলা বিভাগে পড়েও ৫০০-তে ৪৯৫ পেয়েছে অর্পিতা। ভবিষ্যতে সে স্কুল শিক্ষিকা হতে চায়। 

 

Comments are closed.