অরূপরে জয়ে আবেগপ্রবণ মন্ত্রী অরূপ, ৩৬ বছর পর ৯৮ নম্বর ওয়ার্ড হাতছাড়া সিপিএমের 

‘ও জয়েন্ট কিলার’ জয়ের পর ৯৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী অরূপ চক্রবর্তীকে পাশে নিয়ে বললেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। কথাটা যখন বলছেন, আবেগে গলা ধরা আসছে রাজ্যের ক্রীড়া মন্ত্রীর। দীর্ঘ রাজনৈতিক জীবনে কাউন্সিলর ভোটে জয় নিয়ে এভাবে আবেগপ্রবণ হয়ে পড়ছেন রাজ্যের একজন মন্ত্রী, কার্যত নজিরবিহীন ঘটনা। 

রাজনৈতিক মহলের মতে, জয় নিয়ে তৃণমূল নিশ্চিত থাকলেও কাঁটার মতো বিঁধেছিল ৯৮ নম্বর ওয়ার্ড। দীর্ঘ ৩৬ বছর ওই ওয়ার্ড জিতে আসছে সিপিএম। আর একুশের পুরভোটে সিপিএমের গড় বলে পরিচিত সেই ৯৮ নম্বর ওয়ার্ডেই তৃণমূলের হয়ে জয় ছিনিয়ে নিয়েছেন প্রার্থী অরূপ চক্রবর্তী। আর যার জেরেই তৃণমূলের জয়ে আনন্দে চোখের জল ধরে রাখতে পারলেন না চার বারের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। 

বাবা স্কুল শিক্ষক ছিলেন, কলেজ জীবন থেকে রাজনীতিতে প্রবেশ ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের জয়ী প্রার্থী অরূপ চক্রবর্তী। যদিও ভোটের ময়দানে এই প্রথম নন তিনি। গত পুরভোটে ১১০ নম্বর থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলেন তিনি। এবারে সেই ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় ৯৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হন তিনি। তাঁর প্রচারেও একঝাঁক তারকা সমাগম দেখা গিয়েছিল। পরমব্রত চ্যাটার্জি, রাজ্ চক্রবর্তী, সোহম তাঁর হয়ে প্রচার করেছেন। রাজনৈতিক জীবনে অরূপ বিশ্বাসের অনুগামী বলে পরিচিত অরূপ চক্রবর্তী পেশায় ছিলেন কর্পরেট কর্মী। কর্পোরেট উঁচু পদের চাকরি ছেড়ে রাজীনীতিতে আসেন। ৯৮ নম্বর  অরূপের কাছে পরাজিত হয়েছেন সিপিএম প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তী।      

 

Comments are closed.