পুজোর টাকা নিয়ে ভোটে পার্থ-অরূপের হয়ে প্রচার নাকতলা উদয়নের! কমিশনে CPM

তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে কমিশনে গেল CPM। অভিযোগ দুর্গাপুজোয় বাছাই ক্লাবকে টাকা দেওয়ার বদলে ভোটের প্রচারে ক্লাবকে কাজে লাগাচ্ছে তৃণমূল। সিপিএমের অভিযোগ বেহালা পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ চ্যাটার্জি এবং টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের হয়ে প্রচার চালাচ্ছে নাকতলা উদয়ন সঙ্ঘ। কোথায় এই দুই প্রার্থীর হয়ে ফ্লেক্স লাগানো হয়েছে নাকতলা উদয়নের তরফে তাও লিখিত অভিযোগ পত্রে জানিয়েছে সিপিএম। 

সিপিএম রাজ্য কমিটির সদস্য সুখেন্দু পানিগ্রাহী অভিযোগ পত্রে লিখেছেন, রাজ্য সরকার বাছাই করা কিছু ক্লাবকে দুর্গাপুজো করার জন্য অনুদান দেয়, তার মধ্যে অন্যতম নাকতলা উদয়ন সঙ্ঘ। সেই সূত্রেই এই ক্লাবগুলোকে ভোটের প্রচারে নামাচ্ছে তৃণমূল। পার্থ চ্যাটার্জি এবং অরূপ বিশ্বাসের নাম করে অভিযোগ করা হয়েছে।

সিপিএমের দাবি, অভিযুক্ত তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে পাশাপাশি নাকতলা উদয়ন সঙ্ঘের সংশ্লিষ্ট ফ্লেক্স, ব্যানার খুলে ফেলতে হবে।

Comments are closed.