বুস্টার ডোজের নামে ফোন, ব্যাংক ফাঁকা! সাবধান

বুস্টার ডোজের নামে প্ৰথমে আসবে ফোন বা মেসেজ। তারপরই দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ধীরে ধীরে সব টাকা কেটে নেওয়া হচ্ছে। এমনই প্রতারণা চক্র এখন ঘুরে বেড়াচ্ছে। এই প্রতারণা চক্রের ফাঁদ নিয়েই সতর্ক করলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (অপরাধ) মুরলীধর শর্মা। ফেসবুকে একটি পোস্ট করে সাধারণ মানুষকে সচেতন করেছেন তিনি। তাঁর পোস্ট কলকাতা পুলিশের অফিসিয়াল হ্যান্ডেল থেকে রিট্যুইটও করা হয়েছে।

তিনি লিখেছেন, নতুন পথ বেছে নিয়েছেন প্রতারকরা। কোভিডের বুস্টার ডোজ নিতে চান কিনা তা জানতে চেয়ে প্রথমে ফোন করবে বা মেসেজ করবে। উত্তর যদি হ্যাঁ হয়, তবে একটি লিঙ্ক পাঠাবে। সেই লিঙ্কে ক্লিক করার পর ওটিপি জানতে চাইবে। তাই এই ধরণের কোনও ফোন বা মেসেজ থেকে দূরে থাকতে বলেছেন তিনি।

দেশজুড়ে ষাটোর্ধ্ব আর প্রথম সারির কোভিড যোদ্ধাদের করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। সেকেন্ড ডোজ নেওয়ার ২৭৫ দিনের মাথায় বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আর এই সুযোগ নিচ্ছেন প্রতারকরা।

Comments are closed.