কার র‍্যালিতে দেশের মুখ উজ্জ্বল করে প্রথম হলেন বাংলার দুই সন্তান

কার র‍্যালিতে বাংলার মুখ উজ্জ্বল করলেন দুই বঙ্গ সন্তান। হলদিয়ার বাদিন্দা শেখ আজগর ও মহম্মদ মুস্তাফা হিমালায়ান কার র‍্যালিতে প্রথম হয়েছেন। পুরস্কারের সব অর্থ দান করে দিয়েছেন তিনি।

গত ২৪ মার্চ শিলিগুড়ির সিটি সেন্টার থেকে হিমালয়ান কাজলি কার র‍্যালি প্রতিযোগিতা শুরু হয়। ২৬ মার্চ দার্জিলিংয়ে শেষ হয় এই র‍্যালি।

হিমালয়ান কাজলি কার র‍্যালিতে পরপর চারবার জয়ী হলেন শেখ আজগর। কিন্তু এইবার শেখ আজগর ছাড়াও তাঁর পরিবারের আরও দুই সদস্যও জয়ী হয়েছেন। দ্বিতীয় হয়েছেন আজগরের আত্মীয় অনিরুদ্ধ ও রাজকুমার মুন্দ্রা জুটি। তৃতীয় হয়েছেন কলকাতার সুবীর রায় ও নীরব মেহেতা জুটি।

তিনদিনে মোট ৮০০ কিমি পথ পেরোতে হয় এই প্রতিযোগিতায়। করোনেশন ব্রিজ, তিস্তা নদী, মূর্তি নদী, সমা সিংহ চা বাগান, ডুয়ার্সের জঙ্গল পেরোতে হয় এই প্রতিযোগিতায়। নুড়ি-পাথরের রাস্তা। পাহাড়ি রাস্তা, ভুটান সীমান্তের কাছে নদীর পাশ দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, খারাপ আবহাওয়া পেরিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে হয়।

এর আগেও রাজস্থানের থর মরুভূমি পেরিয়ে ১,৬০০ কিমি পথ পাড়ি দিয়ে ডেজার্ট স্ট্রম চ্যাম্পিয়ন হয়েছেন আজগর।

আজগর জানিয়েছেন, ২০০৪ সাল থেকে কার র‍্যালি করছি। বাবা আমার অনুপ্রেরণা। এখন আমার পরিবারের সবাই কার র‍্যালি করছে।

Comments are closed.