তৃণমূলের পর বাম ইস্তেহার! ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ

বাম ইস্তেহার প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

ক্ষমতায় এলে মিলবে বিনামূল্যে ১০০ ইউনিট বিদ্যুৎ। তবে শিল্পে গুরুত্ব দেওয়া হলেও, এবার সিঙ্গুর নিয়ে কথা উঠল না সিপিএমের ইস্তেহারে। উল্টে জমি অধিগ্রহণে নিয়ে সতর্কবার্তা দিল। নির্বাচনের আগে বাম ইস্তেহার প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

এদিন প্রকাশিত ইস্তেহারে বলা হয়েছে, বিনামূল্যে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ভর্তুকি পাবে সমস্ত গ্রাহক। ইস্তেহারে আরও উল্লেখ করেছে, ক্ষমতায় এলে শ্রমিকদের ন্যূনতম মজুরি দেওয়া হবে ২১ হাজার টাকা। এছাড়াও ১০০ দিনের বদলে ১৫০ দিনের কাজ ও মজুরি বাড়ানো হবে। জমি অধিগ্রহণের বিষয় নিয়ে এদিন বিমান বসু জানান, সরকার চালানোর অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখেছি।

শুধু তাই নয়, এদিন সিএএ ও এনআরসি বিরোধিত করেছে তারা। এক বছরের মধ্যে সরকারি ও আধা-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সমস্ত শূন্যপদে নিয়োগের আশ্বাস দিয়ে বাম ইস্তেহারে।

গতবছর দিল্লি বিধানসভা নির্বাচনে ২০০ বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছিল অরবিন্দ কেজরিওয়াল। এবার বাংলা বিধানসভা ভোটের মুখে বামেদের ইস্তেহারে ঘোষণা হল বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি।

Comments are closed.