Delhi Election 2020: ৫৩ আসনে এগিয়ে আপ, ১৭ টিতে বিজেপি, অন্তত ১০ আসনে ব্যবধান ১০০-র কম

রাজধানী দিল্লির ফল অনেকটাই পরিষ্কার। সরকার গড়ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এবারও বিরোধী আসনেই সন্তুষ্ট থাকতে হবে বিজেপিকে। কংগ্রেস এবারও শূন্য। প্রাথমিক প্রবণতা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, কিছুটা হলেও ফল দিয়েছে বিজেপির আগ্রাসী প্রচার। সকাল এগারোটার প্রবণতা অনুযায়ী, দিল্লির ৭০ টি আসনের মধ্যে আম আদমি পার্টি ৫৩ এবং বিজেপি ১৭ টি আসনে এগিয়ে আছে।

২০১৫ সালে আপ-ঝড়ের কাছে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছিল বিজেপি। আপ একাই দখল করেছিল ৬৭ টি আসন। বিজেপি পেয়েছিল বাকি ৩ টি আসন।

সকাল এগারোটার ট্রেন্ড অনুযায়ী, দিল্লির ৭০ টি আসনের মধ্যে অন্তত ১০ টি আসনে প্রতিদ্বন্দ্বীরা অনধিক ১০০ ভোটে এগিয়ে বা পিছিয়ে রয়েছেন।

নয়া দিল্লি কেন্দ্রে কেজরিওয়াল, মালব্য নগরে আপের সোমনাথ ভারতী, রাজিন্দরনগরে আপ প্রার্থী রাঘব চাড্ডা, পড়পড়গঞ্জে মণীশ সিসোদিয়া এগিয়ে। কালকাজিতে আপ প্রার্থী আতিশি এবং চাঁদনি চকে কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা পিছিয়ে পড়েছেন।

Comments are closed.