WB Election 2021: দুবরাজপুরে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার, ব্যাপক বিক্ষোভ, কাঁদানে গ্যাস পুলিশের

খুনের অভিযোগ অস্বীকার করে সঠিক তদন্তের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল

মঙ্গলবার ভোর রাতে বীরভূমের দুবরাজপুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনা নিয়ে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে দুবরাজপুরের ফকিরবেড়া গ্রাম। বিজেপির দাবি, মৃত ব্যক্তি তাঁদের সমর্থক ছিলেন।

মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশের গাড়ি ভাঙচুর হয়। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাঁটিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
গেরুয়া শিবিরের দাবি, গতকাল দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরে যান ওই সমর্থক। আজ সকালে ফকিরবেড়া গ্রামে বাড়ি থেকে কিছুটা দূরে মাঠের মধ্যে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। বিজেপির দাবি, মৃত বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। মৃত্যুর পিছনে তৃণমূলের হাত রয়েছে।

খুনের অভিযোগ অস্বীকার করে সঠিক তদন্তের দাবিতে দুবরাজপুরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। তাঁদের দাবি, বিজেপির নিজেদের মধ্যে কোন্দলই প্রাণ কেড়েছে ওই ব্যক্তির। তৃণমূলের সঙ্গে এর কোনও যোগ নেই। তদন্তে পুলিশ।

Comments are closed.