মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর, শিয়ালদহ থেকে চলবে ইদ স্পেশাল অতিরিক্ত ট্রেন 

শনিবারই রাজ্যে ইদ পালিত হওয়ার কথা। উৎসবের দিনে প্রত্যেকেই বাড়ি ফিরতে চান, যার জেরে ট্রেনেগুলোতে যাত্রীদের ভিড়ও বাড়ে। ইদ উপলক্ষ্যে তাই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। শনি ও রবিবার শিয়ালদহ থেকে স্পেশাল ট্রেন চলবে। সেই সঙ্গে শিয়ালদহ-লালগোলা-কৃষ্ণনগর প্যাসেঞ্জার ট্রেনে অতিরিক্ত কোচও জুড়ে দেওয়া হচ্ছে। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটা জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ এবং ২২ এপ্রিল শুক্র ও শনিবার রাত ৯.৩৮ নাগাদ শিয়ালদহ থেকে অতিরিক্ত ট্রেন ছাড়বে। ট্রেনগুলো রাত ১১.৭ মিনিটে রানাঘাট, ১১.৫৫ মিনিটে কৃষ্ণনগর হয়ে বহরমপুরে পৌঁছবে রাত ১.৩৫ মিনিটে। কৃষ্ণপুর পৌঁছবে রাত আড়াইটে। এছাড়াও ভিড় সামাল দিতে ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত শিয়ালদহ লালগোলা রেল রুটে মেমু ট্রেনগুলোতে অতিরিক্ত একটি করে কোচ জুড়ে দেওয়া হবে। 

Comments are closed.