রাজীব সিংহ: বিস্তারিত রিপোর্ট না এলে, ভোট শান্তিপূর্ণ না অশান্তিতে হচ্ছে, বলা সম্ভব নয় 

পঞ্চায়েত ভোটে রাজ্যের বেশ কিছু জেলা থেকে অশান্তির খবর উঠে এসেছে। খুনের মতো ঘটনাও ঘটেছে। বিরোধীদের পাশপাশি তৃণমূল কর্মী সমর্থকদেরও মৃত্যু হয়েছে। এই অবস্থায় বিরোধীদের তোপের মুখে পড়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিংহ। ভোটের অশান্তির যাবতীয় দায় রাজ্য নির্বাচন কমিশনের বলে অভিযোগ করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটে অশান্তি নিয়ে মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার। 

শনিবার বেলার দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব সিংহ সাফ বলেন, বিস্তারিত রিপোর্ট না এলে ভোট শান্তিপূর্ণ ভাবে, না কি অশান্তিতে হচ্ছে, দুটোই বলা সম্ভব না। সব কিছু শান্তিপূর্ণ হয়েছে এটাও বলা যাবে না, অশান্তি হয়েছে তা-ও বলা যাবে না। ভোট পর্ব শেষ না হওয়ায় পর্যন্ত তিনি কিছু বলতে পারছেন না বলে জানান। 

সেই সঙ্গে কমিশনার জানান, নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম ২৪ ঘন্টা কাজ করছে। ভোটের দিন সকাল থেকে ১২০০ থেকে ১৩০০টি অভিযোগ এসেছে। তার মধ্যে ৬০০ অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে বলে দাবি করেন কমিশনার। পাশাপাশি কমিশনার এও জানান, আইনশৃঙ্খলা রাজ্য পুলিশের বিষয়। কমিশনের কাছে কোনও অভিযোগ এলেই সংশ্লিষ্ট জেলার ডিএম এসপিদের জানান হচ্ছে বলে জানান। 

Comments are closed.