চাকরিজীবীদের জন্য সুখবর! সামান্য বাড়ল EPF-এর সুদের হার 

কিছুটা স্বস্তিতে চাকরিজীবীরা। ইপিএফের সুদের হার সামান্য বাড়ছে। জানা গিয়েছে, চলতি আর্থিকবর্ষে সুদের হার বেড়ে ৮.১৫ শতাংশ করা হয়েছে। যেখানে গত বছর সুদের হার ছিল ৮.১%। তবে অর্থিনীতিবীদদের অনেকের আশঙ্কা ছিল, দেশজুড়ে চলা আর্থিক মন্দার জেরে এই সুদের হার আরও কমতে পারে। যদিও সেসব আশঙ্কা উড়িয়ে সুদের হার বাড়ানোর কথা জানানো হয়েছে। 

মঙ্গলবারই ইপিএফের তরফে সুদ বৃদ্ধির কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২০২১-২০২২ অর্থবর্ষে করোনা অতিমারীর প্রভাবে ইপিএফ-এ সুদের হার কমিয়ে ৮.১ শতাংশ করা হয়েছিল। চার দশকে এটিই ছিল রেকর্ড পতন। অনেকেই মনে করেছিল, বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি যা, তাতে করে ইপিএফ-এ সুদের হার আরও কমবে। যদিও সে আশঙ্কা সত্যি হয়নি। ২০২২-২৩ আর্থিক বর্ষের জন্য সুদের হার বাড়িয়ে ৮.১৫ শতাংশ করা হয়েছে। গত অর্থবর্ষের তুলনায় বৃদ্ধির হার ০.০৫%। সুদের হার বৃদ্ধিতে উপকৃত হবেন ৫ কোটি আমানতকারী। যদিও বর্তমানে যা বাজারদর, তাতে করে এই সামান্য বৃদ্ধিতে চাকরিজীবীরা প্রকৃত অর্থে কতটা উপকৃত হবেন, তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। 

Comments are closed.