কমল ইপিএফের সুদের হার

কমছে ইপিএফের সুদের হার। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ২০২১-২২ আর্থিক বর্ষে ৮.৫ শতাংশ থেকে কমে হল ৮.১ শতাংশ। গত ৪৪ বছরে এটাই সর্বনিম্ন সুদের হার।  

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ সুদের হার নিয়ে গুয়াহাটিতে বৈঠক করেন সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের আধিকারিকরা। সেখানেই সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।  এরফলে দেশের প্রায় ৫ কোটি মানুষ সমস্যায় পড়বেন। এই নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, চার রাজ্যে জেতানোর উপহার দিল বিজেপি।  একদিকে বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, দাম বাড়ছে পেট্রোল ও ডিজেলের। এরমধ্যে ইপিএফে সুদের হার কমে যাওয়ায় চরম সমস্যায় পড়বে সাধারণ মানুষ।

Comments are closed.