‘দলে থেকে কাজ করতে না পেরে’ বিজেপিতে যাওয়া বাচ্চু হাঁসদা ‘দলে’ ফিরতে চান

ফিরতে চাইলেও বাচ্চুকে তৃণমূল ফেরাতে চায় কি?

বঙ্গ রাজনীতিতে আবার প্রাসঙ্গিক দলে থেকে কাজ করতে পারছিলাম না। তবে এবার ভিন্ন আঙ্গিকে। দলে থেকে কাজ করতে পারছিলাম না বলে দাবি করে যে বাচ্চু হাঁসদা ভোটের মুখে বিজেপিতে যোগ দিয়েছিলেন, ভোটের ফল দেখে সেই বাচ্চুই বলছেন, বিজেপিতে যোগ দিয়েই বুঝলাম, কাজ করতে পারব না।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাঁর গুরুতর ভুল ছিল। বিজেপিতে যোগ দেওয়ার কয়েকদিন পরই তা বুঝতে পেরেছেন বলে দাবি করছেন ভোটের আগে অনেকের মতো তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক বাচ্চু হাঁসদা। ফিরতে চাইলেও বাচ্চুকে তৃণমূল ফেরাতে চায় কি? প্রশ্ন আছে।

প্রথমে সোনালি গুহ, এরপর একে একে সরলা মুর্মু, অমল আচার্য… এবার একই সারিতে দাঁড়ালেন প্রাক্তন মন্ত্রী বাচ্চু হাঁসদা। ২১ এর বিধানসভা ভোটে তৃণমূল থেকে প্রার্থী না হতে পেরে অভিমানে ১০ মার্চ বিজেপিতে যোগ দেন। সেই সময় গেরুয়া শিবিরের নেতাদের দাবি ছিল, মমতা মন্ত্রিসভার আরেক মন্ত্রীকে ছিনিয়ে নিয়ে বিজেপি জয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে। এখন কেবল সময়ের অপেক্ষা।

ভোটের ফল সবাই জানে। তৃণমূলের দাবি, এতে সবচেয়ে বিপদে পড়েছেন বিভিন্ন দল থেকে ভোটের মুখে বিজেপিতে ডাইভ মারা নেতারা। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি ও তৃণমূলের বিপুল জয়ের পর, পুনরায় তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন বাচ্চু হাঁসদা।

শুক্রবার তৃণমূলে ফেরার ইচ্ছা প্রকাশ করে তপনের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী জানান, অভিমানে ভোটের আগে বিজেপিতে যোগদান করি। দু’দিন যেতেই বুঝতে পারি সেখানে থেকে কাজ করতে পারব না। পাশাপাশি বলেন, যোগদানের বিষয় নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে কথা হয়েছিল। তৃণমূলে যোগদানের দিনক্ষণও ঠিক হয়। কিন্তু কোনও কারণে সেটা হল না। তিনি আরও বলেন, ভুল করেছিলাম। এখন দলের কাছে আমার একটাই আবেদন। আমাকে তৃণমূলে ফিরিয়ে নেওয়া হোক। কথা দিচ্ছি একজন সৈনিকের মতো কাজ করব। জেলা ও রাজ্য নেতৃত্বের কাছে এটাই আবেদন তপনের প্রাক্তন বিধায়ক বাচ্চু হাঁসদার।

কিন্তু এমনটা যে হতে চলেছে তা আঁচ করে আগে থেকেই তৃণমূল বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার পথ নিয়েছে। এক নেতা বলেন, একুশে বিজেপির সমস্ত পদক্ষেপ দেখে বিরক্ত মানুষ মমতা ব্যানার্জির পক্ষে বিপুল ভাবে রায় দিয়েছেন। অর্থাৎ একদিক থেকে মানুষ এই নেতাদের বিরুদ্ধে রায় দিয়েছেন। দলে ফেরান হবে কিনা সেই বৈঠকে এই দিকটিও বিবেচনায় রাখা হবে।

Comments are closed.