দিল্লিকে অবরুদ্ধ করার ডাক, অমিত শাহের শর্ত মানার প্রশ্ন নেই, জানিয়ে দিলেন কৃষকরা

ক্রমেই উত্তেজনার পারদ চড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের আবেদন নাকচ করে এবার রাজধানী দিল্লিকে অবরুদ্ধ করার ডাক দিলেন আন্দোলনরত কৃষকরা। 

সরকারের রবিবারের প্রস্তাব খারিজ করে কৃষক নেতারা একযোগে জানিয়ে দেন, অমিত শাহের আবেদন মানতে হলে সবাইকে বুরারই ময়দানে যেতে হয়। কৃষক নেতাদের কাছে যা আধুনিক জেলখানা ছাড়া আর কিছুই না। তাই বুরারি যাবেন না তাঁরা, সরকার তাও গড়িমসি করলে বাইরে থেকে দিল্লি ঢোকার সবকটি রাস্তা আটকে রাজধানীকে অবরুদ্ধ করে দেওয়া হবে।

এই পরিস্থিতিতে চাপ বাড়ছে বিজেপির উপর। পাঞ্জাবের কৃষকদের সঙ্গে হরিয়ানার কৃষকরা যোগ দেওয়ায় বেকায়দায় পড়েন মুখ্যমন্ত্রী খট্টার। এবার তাঁকে আরও অস্বস্তিতে ফেলে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াল হরিয়ানায় ব্যাপক প্রভাবশালী খাপ পঞ্চায়েত। যা খট্টারের পাশাপাশি চিন্তায় ফেলেছে দিল্লির বিজেপি নেতৃত্বকে। 

এদিকে পরিস্থিতি সামলাতে রবিবার রাতে জেপি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেন অমিত শাহ, রাজনাথ সিংহ ও কৃষিমন্ত্রী তোমর। প্রায় ২ ঘণ্টা বৈঠক চলে।

Comments are closed.