প্রকল্প বাস্তবায়িত করার জন্য দ্রুত অর্থ বরাদ্দের অনুরোধ করেছি, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠকের পর জানালেন মানস ভুঁইঞা

কেন্দ্রীয় মন্ত্রীর কাছে ঘাটাল মাস্টার প্ল্যান তাড়াতাড়ি বাস্তবায়িত করার অনুরোধ করেছি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইঞা।

এদিন ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে বৈঠক করেন রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইঞা, তৃণমূল বিধায়ক জুন মালিয়া, ঘাটালের সাংসদ দেব সহ ১০ জনের প্রতিনিধি দল। এরপর সাংবাদিক বৈঠকে মানস ভুঁইঞা বলেন, কেন্দ্রীয় মন্ত্রী বিষয়টি দেখছেন।

মানস জানান, প্রাকৃতিক বিপর্যয়ে অনেক মানুষের ফসল নষ্ট হয়ে গেছে। এইসব ক্ষতির কথা কেন্দ্রীয় মন্ত্রীকে জানানো হয়েছে। প্রকল্প বাস্তবায়িত করার জন্য যত দ্রুত সম্ভব অর্থ বরাদ্দের অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে রাজ্যও তার বরাদ্দের নির্দিষ্ট অর্থ দেবে।

ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্ৰশ্ন তুলেছিলেন, দীর্ঘদিনের পরিকল্পনা সত্ত্বেও কেন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে না? বিষয়টি নিয়ে রাজ্যের সাংসদ এবং মন্ত্রীদের কেন্দ্রের সঙ্গে আলোচনা করার নির্দেশও দিয়েছিলেন তিনি।

শুধু ঘাটাল মাস্টার প্ল্যান নয়, কেলেঘাই, কপালেশ্বরী সহ আরও দুটি নদী সংস্কারের জন্য ৬৫০ কোটির মধ্যে কেন্দ্র আর রাজ্যের অর্ধেক করে দেওয়ার কথা। কিন্তু রাজ্য এই প্রকল্পে ১৩৮ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। অন্যদিকে রাজ্যের ৫০০ কোটি টাকার বেশি খরচ হয়ে গিয়েছে।

Comments are closed.