তৈরি হবে ইলেকট্রিক গাড়ি, ফের খুলতে চলেছে উত্তরপাড়ার হিন্দুস্তান মোটরস! 

দীর্ঘ ৮ বছর পর ফের চেনা ব্যস্ততা ফিরতে চলেছে উত্তরপাড়া, হিন্দ মোটর অঞ্চলে! জানা গিয়েছে, বিড়লা গোষ্ঠী উত্তরপাড়ার হিন্দুস্তান মোটরস-এ ফের উৎপাদন শুরু করতে চলেছে। শিল্পমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এক বিদেশি গাড়ি প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি করে উত্তরপাড়ার বন্ধ কারখানায় ইলেকট্রিক গাড়ি তৈরি করতে চলেছে বিড়লা গোষ্ঠী। সূত্রের খবর, ওই বিদেশি সংস্থার সঙ্গে বিড়লা গোষ্ঠীর ইতিমধ্যেই মউ স্বাক্ষরিত হয়েছে। সব ঠিক থাকলে আগামী বছর মার্চ মাস থেকেই ফের হিন্দুস্তান মোটরসের দরজা খুলে যাবে। 

হিন্দুস্তান মোটরসের ডিরেক্টর উত্তম বসু জানান, ২০১৮ সাল থেকেই উত্তরপাড়ার কারখানায় ইলেকট্রিক গাড়ি তৈরির পরিকল্পনা চলছিল। জানা গিয়েছে, সে সময় চিনের এক সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হলেও করোনার জেরে তা মাঝ পথেই থেমে যায়। এবারে যে সংস্থার সঙ্গে কথা হয়েছে তার নাম জানা না গেলেও জানা গিয়েছে তারা রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী। হিন্দুস্তান মোটরস দীর্ঘ দিন বন্ধ থাকলেও গাড়ি তৈরির সমস্ত পরিকাঠামো সেখানে মজুত রয়েছে। কারখানার সেড থেকে শুরু করে সমস্ত কিছুই ব্যবহার যোগ্য। তাছাড়াও গাড়ি ব্যবসায় বিড়লা গোষ্ঠীর দীর্ঘ দিনের অভিজ্ঞতা, সারা দেশ জুড়েই ডিলারদের একটি নেটওয়ার্ড তৈরি রয়েছে। সেটাও বাড়তি পাওনা। সবদিক থেকেই পরিস্থিতি ইতিবাচকের দিকে। 

৫০-এর দশকে উত্তরপাড়ার অ্যাম্বাস্যাডর গাড়ি তৈরি শুরু করে বিড়লা গোষ্ঠী। বাজারে আসা মাত্রই অ্যাম্বাস্যাডর তুমুল জনপ্রিয়তা পায়। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত প্রত্যেকের প্রথম পছন্দ ছিল অ্যাম্বাস্যাডর। তবে একটা সময়ের পর বাজারে অন্যান্য গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় হারিয়ে যায় ‘অ্যাম্বি’। বিক্রি একেবারে তলানিতে এসে ঠেকে। সব ঠিক থাকলে ফের একবার সেই হিন্দুস্তান মোটরস পথচলা শুরু করতে চলেছে। 

Comments are closed.