ফের সেরা বাংলা, পরপর পাঁচবার রাষ্ট্রীয় পুরস্কার পেল ইলামবাজার পঞ্চায়েত

ফের কেন্দ্রের কাছে সেরার শিরোপা পেল বাংলা। নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার পেল বীরভূমের ইলামবাজার পঞ্চায়েত। একবার নয় পর পর পাঁচ বার রাষ্ট্রীয় পুরস্কার পেল ইলামবাজার পঞ্চায়েত। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সারা দেশের সঙ্গে রাজ্যের তিনটি জেলা উপস্থিত থাকবে। সেগুলির মধ্যে অন্যতম বীরভূম।

এই বিষয়ে বীরভূম জেলা পরিষদ সভাধিপতি বিকাশ রায়চৌধুরি বলেন, সেরা জেলা হিসেবেও এক লক্ষ টাকা পুরস্কারও পেয়েছে বীরভূম। ইলামবাজার তৃণমূল ব্লক সভাপতি ফজলুর রহমান বলেন, গর্বিত বোধ করছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা রাজ্য উন্নয়নের জোয়ারে ভাসছে। সেই স্বীকৃতি বারবার দিতে বাধ্য হচ্ছে কেন্দ্র সরকার। এর অন্যতম নিদর্শন বীরভূম জেলা।

কয়েকদিন আগেই জানা গিয়েছিল, রাজ্যের ১৪ টি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত জাতীয় সম্মান পাচ্ছে। জানা গিয়েছিল ভালো কাজের জন্য পুরস্কার পাচ্ছে দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব বর্ধমান জেলা পরিষদ। শিশুবান্ধব গ্রাম পঞ্চায়েত অ্যাওয়ার্ড পাচ্ছে পূর্ব বর্ধমানের মেমারি-২ ব্লকের বিজুর-২ গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-১ ব্লকের গোয়াগাঁও-১ গ্রাম পঞ্চায়েত। রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার পাচ্ছে বীরভূমের ইলামবাজার ব্লকের ইলামবাজার গ্রাম পঞ্চায়েত।

রবিবার ইলামবাজারে জাতীয় পঞ্চায়েতিরাজ দিবস পালন ও নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার উদযাপন হয় ইলামবাজারে। অনুষ্ঠানে ছিলেন ইলামবাজার গ্রামপঞ্চায়েত, বীরভূম জেলা প্রশাসন ও ইলামবাজার ব্লক। ছিলেন বিডিও জসিমুদ্দিন মণ্ডল, জেলা সমন্বায়ক জয়া পাণ্ডে, প্রধান মালতী বিশ্বাস, কৃষি কর্মাধ্যক্ষ সুদর্শন ভট্টাচার্য, ডিপিআরডিও পার্থ কর্মকার, এডিএম কৌশিক সিংহ এবং মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।

Comments are closed.