নির্বাচন ঘোষণা মাত্রই এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম অপসারিত

জাভেদ শামিমের জায়গায় আনা হল জগমোহনকে।

মাত্র একদিন পেরিয়েছে পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটের হাওয়া যখন পারদ ছাড়াচ্ছে, সেই মুহূর্তেই নির্বাচন কমিশন বাংলায় পুলিশি শাসনের নকশায় আনল বদল। ভোটের মুখে পশ্চিমবঙ্গের এডিজি আইন-শৃঙ্খলা আইপিএস অফিসার জাভেদ শামিমকে সরিয়ে দিল কমিশন। তাঁর জায়গায় আনা হয়েছে জগমোহনকে।

শনিবার সন্ধ্যায় রাজ্যপাল  এক বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, জগমোহন এবার থেকে রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব সামলাবন। এবং জাভেদ শামিমকে পাঠানো হল দমকলের ডিজি পদে।

কমিশনের এই রদবদলের পদক্ষেপ বিজেপির চক্রান্ত বলে মনে করছে রাজ্য সরকার। সম্প্রতি জাভেদ শামিমকে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার থেকে এডিজি আইন শৃঙ্খলা পদে এনেছিল রাজ্য। কিন্তু ভোটের তারিখ ঘোষণার পরই রাতারাতি অফিসারদের বদলি শুরু করল কমিশন।

Comments are closed.