আমি বিজেপি করিনি কখনও; তৃণমূলে ফিরে জানালেন পদ্ম প্রতীকে জয়ী সৌমেন

রাজ্য বিজেপির রক্তক্ষরণ অব্যাহত। বাগদা, বিষ্ণুপুরের পর এবার দল ছাড়লেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়। একুশের নির্বাচনে বিজেপির টিকিটে জিতলেও ভোটের ফল প্রকাশের পরেই তাঁর তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা দেখা দিয়েছিল। শেষমেশ জল্পনা সত্যি করে তৃণমূলে ফিরলেন সৌমেন।

দলের মহাসচিব পার্থ চ্যাটার্জির হাত থেকে তিনি ঘাসফুল পতাকা তুলে নেন। এদিন সৌমেন বলেন, ঘটনাচক্রে তিনি বিজেপিতে গেলেও তাঁর মন পড়ে ছিল তৃণমূলেই। দলত্যাগ করে তিনি ‘ভুল’ করেছিলেন বলেও এদিন জানান।

বিজেপি ছাড়ার প্রসঙ্গে সৌমেন আরও বলেন, বাংলার সংস্কৃতির সঙ্গে বিজেপির সংস্কৃতি মেলে না। পাশাপাশি মমতা ব্যানার্জির উন্নয়নও তাঁকে অনুপ্রাণিত করেছে। তৃণমূলে ফেরার ব্যাখ্যা দিতে গিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে সৌমেনের বিস্ফোরক উক্তি, আপনারা খোঁজ নিয়ে দেখুন আমি বিজেপি করিইনি কখনও।

উল্লেখ্য, মুকুল রায় বিজেপি ছাড়ার পরেই সৌমেন দলের whatsapp গ্রুপ ছেড়েছিলেন। এমনকি নিজের কেন্দ্র কালিয়াগঞ্জেও তাঁকে খুব একটা দেখা যেত না। তারপর থেকেই তাঁর রাজনৈতিক গন্তব্য নিয়ে নানান আলোচনা শুরু হয়।

Comments are closed.