পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ শিক্ষক ঐক্য মঞ্চের নেতা মইদুল ইসলাম

এবার পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছেন মইদুল ইসলাম। শুক্রবারই হাইকোর্টে মামলা করার অনুমতি পেলেন শিক্ষক ঐক্য মঞ্চের নেতা মইদুল। পুলিশি অতিসক্রিয়তার বিরুদ্ধে তাঁকে শুক্রবার মামলা করার অনুমতি দিলেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। এদিন আদালতে মইদুল জানান, বৃহস্পতিবার রাতভর বেলেঘাটায় তাঁর শ্বশুরবাড়ি ভাংচুর করা হয়েছে।

গত মাসে বিকাশভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৫ জন শিক্ষিকা। সেই ঘটনায় শিক্ষক ঐক্য মঞ্চের নেতা মইদুল ইসলামের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা এবং খুনের চেষ্টার অভিযোগ আনা হয়। তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করে বিধাননগর উত্তর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে বিধাননগর থানা এবং বেলেঘাটা থানার পুলিশের একটি দল বেলাঘাটা চাউলপট্টি এলাকায় মইদুলের শ্বশুরবাড়িতে হানা দেয়। সেইসময় বাড়িতেই ছিলেন মইদুল ইসলাম। মইদুলের অভিযোগ হামলা চলায় পুলিশ। শুক্রবারই তিনি পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি চাইলে তা মঞ্জুর হয়।

Comments are closed.