Mamata Injury: ২-৩ দিনে কাজে ফিরব, হুইল চেয়ারে বসেই কর্মসূচি, দেখুন video বার্তায় কী বললেন মুখ্যমন্ত্রী?

এসএসকেএম থেকে ভিডিও বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee)। বললেন, আশা করছি ২-৩ দিনের মধ্যে কাজে ফিরতে পারব। হয়ত পায়ের কিছু সমস্যা থাকবে। কিন্তু হুইল চেয়ারে বসে আপনাদের সহযোগিতায় খুব শীঘ্রই কাজে ফিরে আসব। মুখ্যমন্ত্রী দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে জানান, আপনারা সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন। এমন কিছু করবেন না, যাতে অন্যের অসুবিধা হয়। সকলে শান্ত থাকুন, সংযত থাকুন, আবেদন মমতা ব্যানার্জির। 

ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, বুধবার সন্ধেবেলা নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে গাড়ির বনেটের সামনে দাঁড়িয়ে নমস্কার করছিলাম। তখন ভিড়ের চাপে গাড়ির দরজা চেপে যায়। ব্যথা পাই। যা ওষুধ ছিল খেয়ে কলকাতার পরথে রওনা হই। দু’তিনদের মধ্যে আমার জায়গায় ফিরব। কোনও কর্মসূচি নষ্ট হবে না।

মমতা ব্যানার্জি জানান, গতকাল তাঁর শ্বাসকষ্ট হয়েছিল। তবে এখন অনেকটা ভাল।

Comments are closed.