শত বছর পর অসমে দেখা মিলল ম্যান্ডারিন ডাকের

যেদিকে চোখ যায় শুধুই কংক্রিটের সারি। বনকে বন উজাড় হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে বহু বিরল প্রজাতির জীব। কিন্তু এই ধূসর ক্যানভাসের মধ্যেই ধরা দিল ম্যান্ডারিন ডাক। কিছুদিন আগে Wildlife Trust of India র একটি টিম বিরল প্রজাতির সাদা ডানার উড ডাকের সন্ধানে অসম থেকে অরুনাচল পর্যন্ত একটি সমীক্ষা চালিয়েছিল। হঠাৎই সমীক্ষকদের ক্যামেরায় ধরা পড়ে, মাগুরি বিলে ভাসমান একটি ম্যান্ডারিন ডাক।

এই হাঁসটি শেষ বার দেখা মিলেছিল ১৯০২ সালে। এরপর প্রায় ১১৯ বছর পর তাদের দেখা মিলল অসমে। সমীক্ষা দলের একজন জানিয়েছেন, সচরাচর ম্যান্ডারিন ডাক ভারতে দেখতে পাওয়া যায় না।

গত বছর উজানি অসমের তিনসুকিয়ায় বাঘজানে গ্যাস কূপে বিস্ফোরণ ঘটায় আশপাশের বাস্তুতন্ত্র-জলভূমিতে মারাত্মক প্রভাব পড়েছিল। দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা আগুনে পুড়ে যায় আশপাশের সব উদ্ভিদ। প্রচুর তেল ও বর্জ্য মিশেছিল আশপাশের বিল ও জলাভূমিতে। অদূরেই ছিল ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান ও পাখিদের পছন্দের চারণভূমি মাগুরি-মতাপুং বিল। তেলে, আগুনে, গ্যাসে বিলের প্রচুর মাছ মারা যায়। জলজ উদ্ভিদ ও প্রাণীর ক্ষতি হয়েছিল।

Comments are closed.