বিতর্কের মাঝেই সংসদে বিশেষ সম্মান পেলেন দেব, ট্যুইটে স্পিকারকে ধন্যবাদ তারকা সাংসদের

কিছু দিন আগেই গরু পাচার মামলায় সিবিআই তলব করেছে তাঁকে। মঙ্গলবার সিবিআই দফতরে হাজিরাও দিয়েছেন তিনি। আর এসবের মাঝেই সংসদে বিশেষ সম্মান পেলেন তৃণমূলের তারকা সাংসদ। কোভিডকালে সাধারণ মানুষের পাশে থাকার জন্য দেবকে বিশেষ সম্মানে সম্মানিত করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। শনিবার রাতে দেব নিজেই ট্যুইটে করে এই খবর জানিয়েছেন। 

 কোভিড হোক কিংবা কোনও প্রাকৃতিক বিপর্যয়, সব ধরণের বিপদেই তারকা পরিচয় সরিয়ে রেখে ঘাটালের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন দেব। যার জন্যই তাঁকে এই সম্মান। করোনা কালে ডেবরার সাংসদ অফিসকে কোভিড রিলিফ সেন্টার করেছিলেন। সরকারের সাহায্যের পাশপাশি ব্যক্তিগত ভাবে উদ্যোগ নিয়েও ঘাটালের মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এমনকী লকডাউনে সময় আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের নিজের রেস্তোরাঁ থেকে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। 

এছাড়াও ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে আনতে নিজে উদ্যোগ নেন তিনি। একই সঙ্গে সারা বছরই কারোর চিকিৎসার খরচ, জটিল অপারেশনের খরচ থেকে শুরু করে নানান প্রয়োজনে ঘাটালের মানুষের পাশে গিয়ে দাঁড়ান তিনি। ঘাটালবাসীর একাংশের দাবি, তারকা হলেও অধরা নন দীপক অধিকারী। বিপদ আপদে সব সময় তিনি হাজির থাকেন। আর এসব কারণেই সাংসদকে সম্মানিত করলেন লোকসভার স্পিকার। 

এদিন ট্যুইটে স্পিকারকে ধন্যবাদ জানিয়ে দেব লেখেন, আমি শুধু সাংসদ নয় একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার সহকর্মী ও সংসদের অন্যান্য সদস্যকেও ধন্যবাদ জানাই যাঁরা নানা সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। 

Comments are closed.