করোনা আবহে দেব-বানীর প্রশংসায় শাসক থেকে বিরোধী, জানেন কী বললেন তৃণমূল সাংসদ?

তৃণমূলের প্রার্থীদের হয়ে দিকে দিকে প্রচার চালাচ্ছেন তারকা সাংসদ

দেশে করোনা সংক্রমণ আকাশ ছুঁয়েছে। করোনা আবহের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। চলছে দলীয় প্রচার, রোড শো, জনসভা। করোনা যখন বাড়ছে তখন রাজ্যের বিভিন্ন অংশে জন সমাবেশ নিয়ে কোন দল কতটা চিন্তিত? এই প্রশ্নের উত্তর নেই।

রাজনীতির ঊর্ধেব মানুষ, তাঁদের স্বাস্থ্য। এমনটাই বললেন তৃণমূল সাংসদ দেব। তৃণমূলের প্রার্থীদের হয়ে দিকে দিকে প্রচার চালাচ্ছেন তারকা সাংসদ। তবে মাস্ক ছাড়া নয়।

অভিনেতা দেবের সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখা যাবে প্রচারের ছবি ছাড়াও মাস্ক পরা নিয়ে জন সাধারণকে আদেশ দেওয়ার ভিডিও শেয়ার করতে। বৃহস্পতিবার চন্ডীতলায় একটি জনসভা করেন দেব। রাজনৈতিক আলোচনা থামিয়ে মাস্ক পরার আবেদন জানালেন। তাঁর বক্তব্য, ভোট আসবে ভোট যাবে কিন্তু করোনা থেকে রক্ষা পেতে হলে আমাদের মাস্ক পরতে হবে। রাজনৈতিক নেতারা শুধু ভোট চায় না। আপনাদের সু-স্বাস্থ্যও কামনা করে। তাই সবাই মাস্ক পরুন।

শেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৩৯০ জন। বুধবার স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের ১৪ হাজার ২৯০। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৮৬৭ জন।

Comments are closed.