ফেব্রুয়ারি মাসেই নিউ গড়িয়া রুবি রুটের মেট্রোর চাকা গড়াতে পারে, ইঙ্গিত রেলওয়ে সেফটি কমিশনার

সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসেই নিউ গড়িয়া রুবি রুটের মেট্রোর চাকা গড়াবে। সোমবারই কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন পরিদর্শন করেন রেলওয়ে সেফটি কমিশনার শুভময় মিত্র। তিনি এই লাইন খতিয়ে দেখেন। এই লাইনের প্রতিটি স্টেশন পরিদর্শন করেন। গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর এই রুটের ট্রায়াল রানেও অংশগ্রহণ নেন। সব দিক খতিয়ে দেখার পর কলকাতা মেট্রোর তরফে আশ্বাস দেওয়া হয় সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসেই এই রুটে মেট্রো চলাচল চালু হবে।

নিউ গড়িয়া-রুবি রুটে মেট্রোর ট্রায়াল রান শুরু হয়েছে অনেকদিন আগেই। গত সপ্তাহে ট্রায়াল রানেই রেওর্ড গতিতে ছুটেছিল মেট্রোর চাকা। এই লাইনের মেট্রো ছুটেছিল ঘন্টায় ৮৩ কিলোমিটার বেগে। এর আগে এত গতিতে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে ট্রেন ছোটেনি। গত সপ্তাহেই জানা গিয়েছিল, এই রুটে মেট্রোর তদারকিতে আসবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।

এর আগে এই রুটে একটি নন এসি রেক চালানো হয়েছিল। ১৫ থেকে ২৫ কিলোমিটার গতিবেগে চলেছিল রেকটি। সেইসময় একটি যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। কিন্তু পরবর্তী সেটি মিটিয়ে ফেলে সর্বোচ্চ গতিবেগে ট্রায়াল রান দেওয়া হয়। প্রসঙ্গত, নতুন বছরেই চালু হয়েছে বেহালা মেট্রো। শুরু হয়েছে জোকা-তারাতলা মেট্রোও। পার্পেল লাইনের পর এবার অরেঞ্জ লাইনে কবে গড়াবে মেট্রোর চাকা, সেই অপেক্ষাতেই মেট্রো যাত্রীরা।

Comments are closed.