মঙ্গলবার রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বনধের ডাক পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন

মঙ্গলবার রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বনধের ডাক দিল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের কর্তারা জানিয়েছেন, সারা রাজ্যে প্রায় ২৪০০ পেট্রোল পাম্প বন্ধ থাকবে এদিন। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বনধ থাকবে বলে জানা গিয়েছে।

পেট্রোল পাম্প মালিকদের কথায়, জ্বালানির অস্বাভাবিক দাম বাড়ায় বিক্রি কমেছে। যার জেরে লোকসানের মুখে একাধিক পেট্রোল পাম্প মালিক। পেট্রোলের ডিজেল দাম বাড়লেও কমিশন বাড়েনি পাম্প মালিকদের। এছাড়াও বেশ কিছু দাবি নিয়ে মঙ্গলবার বন্ধ ডাকা হয়েছে। জরুরি পরিষেবা বাদে নির্দিষ্ট সময়ের জন্য মঙ্গলবার পাম্প বন্ধ থাকবে।

পেট্রোল ডিজেলের আকাশ ছোঁয়া দাম বৃদ্ধির জেরে জেরবার মধ্যবিত্ত। করোনার দ্বিতীয় ঢেউয়ে অনেকে তাঁদের চাকরি হারিয়েছেন। বহু মানুষের রোজগার কমেছে। এই পরিস্থিতিতে জ্বালানি মূল্য বৃদ্ধিতে কার্যত নাভিশ্বাস উঠছে আম জনতার। বাস সংগঠনের মালিক থেকে পরিবহনের সঙ্গে যুক্ত একাধিক সংগঠন অসন্তোষ প্রকাশ করেছে।

বহুদিন ধরেই পেট্রোল পাম্পের ডিলাররা তাঁদের অভিযোগ জানিয়ে আসছিলেন। অভিযোগের নিষ্পত্তি না হওয়ায় অবশেষে ধর্মঘটের পথে। পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের কর্তারা জানিয়েছেন এতেও সমস্যার সমাধান না হলে ভবিষ্যৎ-এ আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

Comments are closed.