পীযূষের ডাকে দিল্লি চললেন অর্জুন, শনিবার রাতেই বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠক 

কেন্দ্রের পাটশিল্পের নীতির বিরোধিতা করে কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে তোপ দেগে চলেছেন অর্জুন সিংহ। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েলকে সরাসরি আক্রমণ শানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। যার ফলে তাঁর বিজেপি ত্যাগ নিয়েও জল্পনা ছড়ায়। এই আবহে নড়েচড়ে বসল দিল্লি বিজেপি। শনিবার সকালেই অর্জুনকে ফোন করে দিল্লি ডেকে পাঠালেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েল। এদিন সন্ধ্যে বেলায় মন্ত্রীর বাড়িতে বৈঠক হওয়ার কথা। 

ব্যারাকপুর ছাড়ার আগে অর্জুন সিংহ জানান, সকালেই তাঁকে বস্ত্রমন্ত্রী ফোন করে দিল্লিতে ডেকেছেন। তাই যাচ্ছি। কয়েকদিন আগে আমি ওনাকে চিঠি লিখেছিলাম। সেই সঙ্গে তাঁর সংযোজন, রাজ্যের পাট শিল্প বাঁচানই আমার প্রধান লক্ষ্য। বিজেপি সূত্রে খবর, বিদ্রোহ ঠেকাতে কেন্দ্রীয় নেতৃত্বই পীযুষ গোয়েলকে নির্দেশ দিয়েছে অর্জুনের সঙ্গে মুখোমুখি বসতে। 

প্রসঙ্গত এর আগে পীযুষ গোয়েলের নাম করে অর্জুন সিংহ অভিযোগ করেন, পাট নীতি নিয়ে বার বার বলা সত্ত্বেও কেন্দ্রীয় মন্ত্রী কোনও কথাই শুনতে রাজি নন। দুর্নীতিগ্রস্ত বলে জুট কমিশনারকেও আক্রমণ শানিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ। এমনকি জুট কমিশনারের অফিসের সামনে ধর্ণা দেওয়ার হুঁশিয়ারিও দেন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অর্জুন সিংহ আদৌ ‘শান্ত’ হন কিনা এখন সেটাই দেখার।   

Comments are closed.